ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ১১ অক্টোবর, ২০২১

কবিরাজের চিকিৎসা নিয়ে হাসপাতালে নারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক নারী কবিরাজের চিকিৎসায় হাসিনা বেগম নামের এক নারীর সমস্ত মুখমণ্ডল ঝলসে গেছে। এলাকাবাসী ওই নারী কবিরাজ ছকিনা বেগম ও তার সহযোগী জাহানারা বেগমকে আটক করে পুলিশে দিয়েছে।

মুখমণ্ডল ঝলসে যাওয়া নারী বর্তমানে ভূরুঙ্গামারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার দেওয়ানের খামার (লাকী হল পাড়া) গ্রামে এঘটনা ঘটে।

ভূক্তভোগী ওই নারীর পরিবারের সদস্যরা জানান, ‘হাসিনা বেগম বেশ কিছুদিন যাবত অসুখে ভুগছিলেন। নাগেশ্বরী উপজেলার উত্তর ব্যাপারী হাট নামক এলাকা থেকে ছকিনা বেগম নামের এক নারী কবিরাজ প্রতিবেশী আমিনুরের বাড়িতে চিকিৎসা দিতে আসতো। সোমবার হাসিনা বেগমকে চিকিৎসার জন্য ওই কবিরাজের কাছে নেওয়া হয়।

মুখমণ্ডল ঝলসে যাওয়া হাসিনা বেগমের স্বামী রাসেদুন্নবী বুলু জানান, চিকিৎসার নামে কবিরাজ আমার স্ত্রীর সাথে কি করেছে জানিনা। এতে হাসিনা বেগমের সারা মুখে ফোসকা উঠে ঝলসে গেছে। শরীরে মারের দাগ রয়েছে। রোগীর সুস্থ না হলে কবিরাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।'

ভূরুঙ্গামারী হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, ‘হাসিনা বেগমের মুখমণ্ডল অধিকাংশই ঝলসে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসিড জাতীয় কোনো পদার্থ ছোঁড়া হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।'

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, ‘এলাকাবাসী এক নারী কবিরাজ ও তার সহযোগীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। লিখিত অভিযোগ পেলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।'

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভূরুঙ্গামারী,কুড়িগ্রাম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close