সাভার প্রতিনিধি

  ১১ অক্টোবর, ২০২১

‘বর্তমান নির্বাচন কমিশনার সুষ্ঠু নির্বাচন দিতে পুরোপুরি ব্যর্থ’

দেশের বর্তমান নির্বাচন কমিশনার সুষ্ঠু নির্বাচন দিতে পুরোপুরি ব্যর্থ বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

সোমবার (১১ অক্টোবর) দুপুর ১১টায় সাভারের আশুলিয়ার গণ বিশ্ববিদ্যালয়ে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসা শীর্ষক এক সেমিনারে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

দেশে যেকোন নির্বাচন সুষ্ঠুভাবে করার ক্ষমতা নির্বাচন কমিশনারের আছে কিন্তু তারা ক্ষমতা প্রয়োগ করতে পারছে না উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, দেশে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ার কারণে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয় না। দেশের মানুষ যদি ৭০% ভোট দিতো তাহলে সুষ্ঠু নির্বাচন হতো।

সেমিনারে এসময় সাবেক রাষ্ট্রদূত এম সিরাজুল ইসলাম, গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নির্বাচন কমিশনার,সুষ্ঠু নির্বাচন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close