ধামরাই (ঢাকা) প্রতিনিধি

  ১১ অক্টোবর, ২০২১

ধামরাইয়ে চেয়ারম্যান পদে নৌকা পেলেন যারা

প্রতীকী ছবি

ঢাকার ধামারইয়ের ১৬টি ইউনিয়নের মধ্যে ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অক্টোবর মাসের প্রথম দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তৃণমূলের ভোটে ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর একটি তালিকা চুড়ান্ত করা হয়। পরে জেলা আওয়ামী লীগ ওই তালিকা কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে পাঠায়।

রবিবার (১০অক্টোবর) রাত ১০ টায় কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড সভায় তৃর্ণমূলের সর্বোচ্চ ভোটপ্রাপ্ত তালিকা থেকে ১৫ জনকে ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নৌকার মনোনয়ন দেয়। এর মধ্যে সুতিপাড়া ইউনিয়নে মামলার কারণে এক বছর পর ভোট হওয়ার এবার বাদ পড়েছে।

এদিকে ১৫ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তরা হলেন- মোঃ আনোয়ার হোসেন সিকদার (চৌহাট ইউনিয়ন), মোঃ আরিফ হোসেন (আমতা ইউনিয়ন), মোঃ মজিবর রহমান (বালিয়া ইউনিয়ন), মোঃ কাদের মোল্লা (গাংগুটিয়া ইউনিয়ন), বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান (কুশুরা ইউনিয়ন), মোঃ খালেদ মাসুদ খান লাল্টু (সানোড়া ইউনিয়ন), মোঃ আজাহার আলী (সোমবাগ ইউনিয়ন), মোঃ আব্দুল মজিদ (যাদবপুর ইউনিয়ন), অধ্যাপক মিজানুর রহমান মিজান (বাইশাকান্দা ইউনিয়ন), মোঃ শাহআলম (ভাড়ারিয়া ইউনিয়ন), মোঃ সাহাবুদ্দিন (ধামরাই সদর ইউনিয়ন), কালিপদ সরকার (কুল্লা ইউনিয়ন), মোঃ বাদশা (নান্নার ইউনিয়ন), বীর মুক্তিযোদ্ধা মোঃ কপিল উদ্দিন (সূয়াপুর ইউনিয়ন) ও বীর মুক্তিযোদ্ধা মোঃ কাজিমউদ্দিন খান (রোয়াইল ইউনিয়ন)।

জানা যায়, আওয়ামী-লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে প্রতিটি ইউনিয়ন থেকে ৩জন করে প্রার্থী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেন। এদের মধ্যে থেকে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে ১৫জন প্রার্থীকে মনোনয়ন দেন।

এবার ১৫টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ৮ ইউনিয়নে নতুন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়। বাকি ইউনিয়নে পুরাতন চেয়ারম্যানগণ দলীয় মনোনয়ন পেয়েছেন।

তবে ধামরাই উপজেলার আওয়ামী-লীগের ১৫টি ইউনিয়ন থেকে ৭০জন নৌকার মনোনয়ন চেয়ে প্রচার প্রচারণা চালিয়েছেন। তাদের মধ্যে থেকে ১৫জন যোগ্য বাক্তিকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে বলে মনে করছে নেতাকর্মীরা।

এদিকে মনোনয়ন চুরান্ত হওয়ার পর বাকি প্রার্থীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে কিছু ইউনিয়নে।আবার কিছু ইউনিয়নে নতুন প্রার্থীরা মনোনয়ন পাওয়ায় এলাকার লোকজন মিষ্টি বিলি করেছেন বলে জানা গেছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ধামরাই,চেয়ারম্যান পদে,নৌকা পেলেন যারা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close