মৌলভীবাজার প্রতিনিধি

  ১১ অক্টোবর, ২০২১

জুড়ীর ৫ ইউনিয়ন আ.লীগের প্রার্থী চূড়ান্ত 

প্রতীকী ছবি

দ্বিতীয় ধাপের ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য জুড়ী উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রবিবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় তা চূড়ান্ত হয়।

সভায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫টি ইউনিয়নসহ ১৪টি জেলায় নিজেদের প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ।

উপজেলার জায়ফরনগর ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন ওই ইউনিয়নের ৫ বারের সাবেক চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের সংগঠক, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক আব্দুল খালিক চৌধুরীর ছেলে জায়েদ আনোয়ার চৌধুরী, পশ্চিম জুড়ী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, পূর্ব জুড়ী ইউনিয়নে আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাদীর, গোয়ালবাড়ী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ এবং সাগরনালে সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল নূর।

ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৌলভীবাজার,ইউপি নির্বাচন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close