পটুয়াখালী প্রতিনিধি

  ১০ অক্টোবর, ২০২১

‘স্বাধীনতা ও সম্প্রীতি বিনষ্টকারীদের সরকার কঠোর বিচার করবে’

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, স্বাধীনতা ও সম্প্রীতি বিনষ্টকারীদের বিচারের আওতায় আনার জন্য সরকার সবসময় প্রস্তুত আছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তারই সুযোগ্য কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করেই দেশ আজ বিশ্বে উন্নয়নের মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪৫ সালের আগেই ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের উন্নত দেশের কাতারে শামিল হবে। বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাধীনতার স্বল্প সময়ে একটি সংবিধান উপহার দিয়েছিলেন। ইসলাম ধর্ম প্রচারের জন্য বঙ্গবন্ধুই ইসলামিক ফাউন্ডেশন করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়েছে।

রবিবার (১০অক্টোবর) পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলো বলেন।

তিনি হিন্দু সম্প্রদায়ের আসন্ন দূর্গা উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল ধর্মাবলম্বীদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক সহকারে সহযোগিতা করার আহবান জানান।

পটুয়াখালী জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি কাজী কানিজ সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লা পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম। ধর্ম মন্ত্রনালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল শাহিন। কর্মশালায় মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ধর্মের ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

পরে মন্ত্রী জেলা প্রশাসক দরবার হলে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে নির্মাধীন মডেল মসজিদসমূহ পরিদর্শন করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সম্প্রীতি,স্বাধীনতা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close