reporterঅনলাইন ডেস্ক
  ০৯ অক্টোবর, ২০২১

প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো জ্বালান জাকির

এলাকায় এলাকায় শিক্ষার আলো জ্বালাতে পছন্দ তার। কেউ যদি শিক্ষা গ্রহণে কোনও সমস্যায় পড়েন, নিমিষেই ছুটে যান তিনি। এলাকার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও অর্থ দিয়ে সাহায্য করেন। অনেক শিক্ষার্থীর খরচ নিজে বহন করে পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়ন যুব লীগের সভাপতি জাকির হোসেন।

করোনাকালীন সময়ে অনেক মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন তিনি। অর্থ, খাদ্য, বস্ত্র দিয়ে অনেক পরিবারকে সাহায্য করেছেন জাকির।

এলাকার রাস্তা, মসজিদ নির্মাণ, মাদ্রাসা সংস্কার, গৃহহীনের জন্য গৃহ নির্মাণ, ভিটেহীনদের জন্য ভিটেমাটি দান করেও সবার পাশে ছিলেন তিনি।

এ বিষয়ে জাকির হোসেন বলেন, শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। যদি কোন শিক্ষার্থীর শিক্ষা গ্রহণে সমস্যা হয় তাহলে আমি সব সময় তার পাশে আছি।

জাকির হোসেন আরও বলেন, আমার এলাকার মানুষের যে কোন কাজে তাদের পাশে থেকে সারাজীবন কাটাতে চাই। দেশকে সোনার বাংলা হিসেব গড়তে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছেন তার সাথে তাল মিলিয়ে আমি আমার এ ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়তে চাই।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শিক্ষার আলো
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close