ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

  ০৯ অক্টোবর, ২০২১

পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার বিকল

ধর্মপাশায় সাত দিন ধরে বিদ্যুৎ নেই

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ট্রান্সফরমার বিকল থাকায় গত সাতদিন ধরে বিদ্যুৎহীন রয়েছে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের জারারকোনা নোয়াগাঁও গ্রামটি। যার ফলে এলাকার বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এলাকাবাসী ও সুনামগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির জামালগঞ্জ আঞ্চলিক কার্যালয় (এরিয়া অফিস) সূত্রে জানা গেছে, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নটি সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে রয়েছে। ওই ইউনিয়নের জারারকোনা নোয়াগাঁও গ্রামে পল্লী বিদ্যুতের অধীনে অর্ধশতাধিক গ্রাহক রয়েছেন। এখানে দুটি ট্রান্সফরমার রয়েছে। এর মধ্যে একটি ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় রবিবার সকাল আটটা থেকে ওই গ্রামের একটি অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিকল হওয়া ওই ট্রান্সফরমারটির আওতায় পল্লী বিদ্যুতের ২৪জন গ্রাহক ও নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও রয়েছে।

জারারকোনা নোয়াগাঁও গ্রামের বাসিন্দা দুলাল তালুকদার (৪৫) বলেন, এক সপ্তাহ অইতাছে আমরার গেরামও কারেন (বিদ্যুৎ) নাই। হেরারে (পল্লী বিদ্যুত কর্তৃপক্ষকে) জানাইয়াও কুনু লাভ অয় নাই। ঠাডা গরমও শুধু আমরাই কষ্ট পাইতাছি না, স্কুলে পড়ুয়া ছুডু ছুডু বাচ্ছারও কষ্ট করতাছে। তাড়াতাড়ি এই সমস্যাডার সমাধান করন দরহার।

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা জামালগঞ্জ উপজেলার এরিয়া কার্যালয়ের জুনিয়র প্রকৌশলী মো. রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপে নেওয়া হয়েছে।

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সুনামগঞ্জ কার্যালয়ের জিএম সুজিত কুমার বিশ্বাস শনিবার বিকেলে মুঠোফোনে সাংবাদিকদের বলেন, আমাকে বিষয়টি কেউ জানায়নি। দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যাটি সমাধানে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিদ্যুৎ,ধর্মপাশা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close