নিজস্ব প্রতিবেদক

  ০৭ অক্টোবর, ২০২১

লালমনিরহাট জাতীয় পার্টির কমিটি দিলেন বিদিশা

লালমনিরহাট জেলা জাতীয় পার্টি তার অঙ্গ-সহযোগী সংগঠনের একাংশের সঙ্গে বৈঠক করেছেন পুনর্গঠন প্রক্রিয়ার কেন্দ্রীয় আহবায়ক বিদিশা এরশাদ। জেলা শহরে জাপার পুনর্গঠন প্রক্রিয়া গতিশীল কর্মসূচি বাস্তবায়ন কৌশল বিষয়ে বৈঠকে আলোচনার পাশাপাশি ২১ সদস্যের একটি কমিটি অনুমোদন দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারিধারায় প্রেসিডেন্ট পার্কে সভা হয়। বৈঠক পরিচালনা করেন প্রক্রিয়ার কেন্দ্রীয় সদস্য সচিব কাজী মামুনুর রশীদ।

এতে লালমনিরহাট জেলা নেতৃবৃন্দকে পুনর্গঠন প্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনা দেওয়া হয়। এছাড়া দেশব্যাপী দলের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সব নেতাকর্মীদের নির্দেশনার পাশাপাশি কাজ করতে অনুরোধ জানানো হয়। লালমনিরহাটে সুবিধাজনক সময় কর্মী সমাবেশ বা জনসভার পরিকল্পনা নিয়েও কথা হয় ওই বৈঠকে।

বৈঠকে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সিকদার আনিসুর রহমান, শোয়েব আহমেদ, বিদিশা এরশাদের রাজনৈতিক উপদেষ্টা কাজী রুবায়েত হাসান, প্রচার প্রকাশনার দায়িত্বপ্রাপ্ত নাফিস মাহবুব, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইদ্রিস আলী। লালমনিরহাট থেকে আগতদের মধ্যে ছিলেন আবদুল্লাহ আল মামুন জাকির হোসেন প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিদিশা,জাতীয় পার্টির কমিটি,লালমনিরহাট
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close