মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

  ০৫ অক্টোবর, ২০২১

মাধবপুরে মহাসড়কে হাঁটু পানি

হবিগঞ্জের মাধবপুরে সড়কের দুপাশে সড়ক ও জনপথের সরকারি খাল ভরাট করে ফেলায় ভারী বর্ষণে ঢাকা সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পানি জমে সড়কে হাঁটু পানি হয়েছে।

স্থানীয় লোকজনের অভিযোগ ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর তেমুনিয়া হতে বেজুড়া পর্যন্ত পানি চলাচলের সড়কের বিশাল খাল মাটি দিয়ে ভরাট করে ফেলায় এখন খাল দিয়ে পানি চলাচল বন্ধ হয়ে পড়েছে। একারণে ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল তেলানিয়া ছড়া দিয়ে প্রবাহিত না হয়ে পানি জমে প্লাবিত হয়ে সড়কের ওপর দিয়ে চলাচল করেছে।

মঙ্গলবার ভোর থেকে ভারী বর্ষণের কারণে নিচু এলাকার ফসলি জমিতে পলি জমে ফসলের ক্ষয় ক্ষতি হয়েছে। সাতছড়ি ত্রিপুরা পল্লীর একমাত্র যোগাযোগের ফুটব্রিজ পাহাড়ি ঢলে মাটি সর বিচ্ছিন্ন হয়ে গেছে। ভোগান্তির মধ্যে পড়েছে প্রায় ২৬টি আদিবাসী ত্রিপুরা পরিবার।

সড়ক ও জনপথ বিভাগের সেকশন অফিসার সাদ্দাম হোসেন বলেন, অপরিকল্পিতভাবে বিভিন্ন ব্যাক্তি প্রতিষ্ঠান সড়কের খাল ভরাট করে ফেলায় এখন মহাসড়ক পানিতে ডুবে যায়। বিষযটি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হচ্ছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মহাসড়কে পানি,মাধবপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close