কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

  ২৮ সেপ্টেম্বর, ২০২১

ব্যবসায়ীর ১ বছর জেল

কোটালীপাড়ায় পোড়ানো হলো ১৭ হাজার মিটার চায়না জাল

ছবি : প্রতিদিনের সংবাদ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে নিষিদ্ধ চায়না দুয়ারি কারেন্ট জাল বিক্রির অপরাধে খায়ের মৃধা নামে এক ব্যবসায়ীকে এক বছরের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ওই ব্যবসায়ীর গোডাউনে থাকা নিষিদ্ধ জাল জব্দ করে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ড দেন । এ সময় কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোটালীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান প্রধান। ওই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার ঘাঘর বাজারে খায়ের মৃধার জালের গোডাউন থেকে ১৭ হাজার মিটার নিষিদ্ধ ৪.৫ সেন্টিমিটারের নিচে ফাঁকা (অবৈধ জাল) যার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ৭০ হাজার টাকা জাল জব্দ করে আগুনে পুড়িয়ে সেগুলো নষ্ট করা হয়। এ সময় জাল ব্যবসায়ীকে নিষিদ্ধ মাছ ধরার জাল বিক্রির অপরাধে এক বছরের জেল দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। তিনি আরো বলেন, ধরনের অভিযান চলমান থাকবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গোপালগঞ্জ,কোটালিপাড়া,চায়না জাল,পুড়িয়ে ধ্বংষ,ব্যবসায়ীর জেল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close