কুয়াকাটা প্রতিনিধি

  ২৭ সেপ্টেম্বর, ২০২১

বিশ্ব পর্যটন দিবসে সাগর কন্যা কুয়াকাটায় নানা আয়োজন

নানা আয়োজনে কুয়াকাটায় পালিত হলো বিশ্ব পর্যটন দিবস। ‘অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য পর্যটন শ্লোগানে সোমবার সকালে কুয়াকাটার জিরো পয়েন্টে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পর্যটন দিবসে বিভিন্ন প্রকার ব্যানার ও ফেস্টুন দ্বারা বিচ সুসজ্জিত করা হয়। পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে একটি র‌্যালি প্রদর্শিত হয়।

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন, কুয়াকাটা প্রেসক্লাব, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা, কুয়াকাটা ট্যুরিজম ম্যনেজম্যান্ট এসোসিয়েশন, কুয়াকাটা ক্যামেরাম্যান মালিক সমিতি, কুয়াকাটা শুভ সংঘ ক্লাবসহ বিভিন্ন পেশার মানুষ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

এছাড়া কুয়াকাটার সকল হোটেল মোটেল ও গেস্ট হাউজে আলোকসজ্জা করা হয়। দিন শেষে সৈকতে স্থানীয় শিল্পীগোষ্ঠী ও রাখাইন জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসন বিচ ম্যানেজমেন্ট কমিটির যৌথ উদ্যোগে পর্যটন দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন

বক্তব্যে তিনি বলেন, সবার প্রচেষ্টায় সবাইকে নিয়েই করোনা পরিস্থিতিতে কুয়াকাটা পর্যটন শিল্প এগিয়ে যাবে স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়টি কঠোরভাবে তত্ত্বাবধান করছে জেলা প্রশাসন জনগণ যাতে স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্রে যায় সেজন্য বিভিন্নভাবে জনসচেতনতা তৈরির কথা বলেন তিনি

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা ট্যুরিস্ট জোনের সহকারী পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর , কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার প্রমুখ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুয়াকাটা,বিশ্ব পর্যটন দিবস,সাগর কন্যা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close