ভোলা প্রতিনিধি

  ২৭ সেপ্টেম্বর, ২০২১

ইসলাম ধর্ম অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে স্মারকলিপি

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রতি বিষেদাগার কুরুচিপূর্ণ আবমাননাকর মন্তব্যকারী গৌরাঙ্গ চন্দ্রদের সর্বোচ্চ শাস্তিসহ মহান আল্লাহ, রাসূল (সাঃ) ইসলাম নিয়ে কটাক্ষকারী তথা ধর্ম অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে সংসদে আইন পাশসহ দফা দাবিতে জেলা প্রশাসক পুলিশ সুপারের মাধ্যমে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদ।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে সংগঠনটির সভাপতি আব্দুর রহমান খানের নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক --লাহী চৌধুরী পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের হাতে স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপিতে দফা দাবির মধ্যে আল্লাহ, রাসুল ইসলাম অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে আইন পাস মহানবীর প্রতি কুরুচিপূর্ণ আবমাননাকর মন্তব্যকারী গৌরাঙ্গ চন্দ্রদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়ের করে সর্বোচ্চ শাস্তি কার্যকর করা। ভোলাসহ সারাদেশে আল্লাহ, রাসুল ইসলাম অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তি দেওয়ার কথা উল্লেখ করেন।

সময় উপস্থিত ছিলেন-সংগঠনের ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সহ সভাপতি মাওলানা মুক্তি ইয়াছিন নবীপুরী, সাধারণ সম্পাদক মাওলানা মো. মোবাশ্বেরুল হক নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ১৮ অক্টোবর ২০১৯ সালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বিপ্লব চন্দ্র বৈদ্য শুভ, ১৩ মে ২০২০ সালে ভোলার মনপুরা উপজেলার শ্রীরাম চন্দ্র দাস ১৬ সেপ্টেম্বর ২০২১ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে কর্তৃক ফেইবুকে অবমাননা করা হয়। এই ঘটনায় ভোলার বিভিন্ন ইসলামি সংগঠন ধর্মপ্রাণ মুসল্লিরা গৌরাঙ্গের সর্বোচ্চ শাস্তির দাবী জানান। এই ঘটনায় পুলিশ গৌরাঙ্গকে আটক করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্মারকলিপি,সর্বোচ্চ শাস্তির দাবি,ইসলাম ধর্ম
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close