টাঙ্গাইল প্রতিনিধি

  ২৭ সেপ্টেম্বর, ২০২১

টাঙ্গাইলে পোকা দমনে খেতে ‘আলোক ফাঁদ’

টাঙ্গাইলের দেলদুয়ারে ফসলের পোকা শনাক্ত ও দমনের জন্য আলোক ফাঁদ করা হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সকল ব্লকে একযোগে আলোক ফাঁদ করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে ধানের জমির পোকা শনাক্ত ও দমনের জন্য উপজেলার ২৪টি ব্লকে প্রতি রবিবার সন্ধ্যায় আলোক ফাঁদ করা হয়। এর ফলে জমিতে কি ধরনের পোকা থাকে, তা বোঝা যায়। সাথে সাথে কেরোসিন বা সাবান মেশানো পানিতে পোকা পড়ে মারাও যায়। এ কার্যক্রম আমন মৌসুমে ধান পাকা পর্যন্ত চলবে।

দেলদুয়ার উপজেলা কৃষি অফিসার শোয়েব মাহমুদ জানান, ধানের পোকা শনাক্ত ও দমনের জন্য আলোক ফাঁদ একটি কার্যকরী পদ্ধতি। এর মাধ্যমে কৃষক জানতে পারেন—তার জমিতে কি ধরনের পোকা আছে এবং কি পরিমাণে আছে। এতে পোকা দমনের জন্য কৃষকের ব্যবস্থা নিতে সুবিধা হয়। এছাড়া আলোক ফাঁদের মাধ্যমে পোকাও মারা যাচ্ছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আলোক ফাঁদ,টাঙ্গাইল,পোকা দমন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close