reporterঅনলাইন ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর, ২০২১

চুরির অপবাদে নারীকে নির্যাতন, গ্রেপ্তার ২

চাঁদপুরে চুরির অপবাদে এক নারীকে নির্যাতনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৬ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

এর আগে গত শুক্রবার বিকেলে স্বর্ণের চেইন চুরির অপবাদ দিয়ে অমানবিক নির্যাতন চালিয়েছিল প্রতিবেশীরা। তবে নির্যাতিতা নারী এবং তার স্বজনরা জানান, মিথ্যা অপবাদ দিয়ে এমন অমানবিক ঘটনা যারা ঘটিয়েছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

গত শুক্রবার বিকেলে জেলার ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর গ্রামে এই ঘটনায় গুরুতর আহত স্বামী পরিত্যক্তা ওই নারী এখন চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে বেধড়ক পেটানোর ফলে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে মারাত্মকভাবে ক্ষতের সৃষ্টি হয়।

এদিকে, নির্যাতিতা নারী তাসলিমা বেগম রবিবার সন্ধ্যায় ৫ জনকে আসামি করে ফরিদগঞ্জ থানায় মামলা করেন করেন। এরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত মোফাচ্ছের হোসেন (২৮) ও তার ছোট ভাই মো. ইয়াসিন (২৩)কে গ্রেপ্তার করে। এই মামলায় অন্য আরো যে তিন আসামি রয়েছে তারা হচ্ছেন- রায়হান হোসেন (২০), শামসুন্নাহার (৫০) ও আমেনা বেগম (২০)।

জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, এই তিনজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চুরির অপবাদে,নারীকে নির্যাতন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close