নিজস্ব প্রতিবেদক

  ২৬ সেপ্টেম্বর, ২০২১

মুক্তিযোদ্ধার স্বীকৃতি চান ওয়ালেক মিয়া

দেশের টানে মুক্তিযুদ্ধে অংশ নেন ওয়ালেক মিয়া। কুমিল্লার চন্দনাইল মুরাদনগর এলাকায় যুদ্ধ করেন তিনি। অস্ত্র হাতে হানাদার বাহিনীর বিরুদ্ধে একাধিক যুদ্ধে অংশ নিয়ে তিনি দেশের মানচিত্র আর লাল সবুজের পতাকা প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখেন।

যুদ্ধ শেষে অস্ত্র জমা দিয়ে নেমে পড়েন জীবনযুদ্ধে। দেশের প্রয়োজনে সময়মতো মুক্তিযুদ্ধে অংশ নিলেও জীবনযুদ্ধের কর্মব্যস্ততায় সরকারি তালিকাভুক্তির প্রক্রিয়ায় অংশ নিতে পারেননি। দেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করলেও মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি এই মুক্তিযোদ্ধার। জীবনসায়াহ্নে এসে স্বীকৃতি পেতে সরকারের সংশ্লিষ্ট মহলের ‘অনুগ্রহ প্রার্থনা’ করেছেন জাতির এই সূর্য সন্তান।

সরকারি গেজেটভুক্ত হওয়া থেকে বঞ্চিত এই বীর মুক্তিযোদ্ধার নাম ওয়ালেক মিয়া। কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের বাসিন্দা তিনি। রাষ্ট্রীয় স্বীকৃতি চান। মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার সব সাক্ষ্য-প্রমাণ ও দলিল-দস্তাবেজ থাকলেও মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হতে না পারার ব্যর্থতা তাকে সব সময় কুরে কুরে খাচ্ছে—এমনটাই জানান এই যোদ্ধা।

ওয়ালেক মিয়া বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় আমি বয়সে তরুণ। ১৯৭১ সালের জুলাই মাসে দেশের টানে বঙ্গবন্ধু শেখ মুজিবের আহ্বানে মুক্তিযুদ্ধে অংশ নিই। চন্দনাইল ও মুরাদনগর এলাকায় যুদ্ধ করি। ২ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর হায়দার, প্লাটুন কমান্ডার আনোয়ার হোসেনের নেতৃত্বে কয়েকটি সম্মুখযুদ্ধে অংশ নিই। ওই সময় আমার অধিনায়ক ছিলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তৎকালীন প্রধান সেনাপতি মুহাম্মদ আতাউল গনি ওসমানী।’

এই মুক্তিযোদ্ধা আরো বলেন, ‘যুদ্ধকালীন আমার সহযোদ্ধাদের গোলাবারুদ, স্ট্যানগান ও রাইফেল বহন করতাম। যেভাবে পেরেছি, দেশের স্বার্থে জীবন বাজি রেখে দেশ স্বাধীন হওয়ার ভূমিকায় অংশ নিয়েছি।’

ওয়ালেক মিয়ার যুদ্ধে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার সহযোদ্ধা ও স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া, আবু কালাম ও ইসাইঅন কবীর। তারা বলেন, ‘আমরা একই সেক্টরের (২ নম্বর সেক্টর) অধীন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে ওয়ালেক মিয়ার নাম সরকারি তালিকায় নথিভুক্ত হয়নি। তার মতো বঞ্চিত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তির বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করি।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ওয়ালেক মিয়া,মুক্তিযুদ্ধ,১৯৭১,বীর মুক্তিযোদ্ধা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close