ফরিদপুর প্রতিনিধি

  ২৬ সেপ্টেম্বর, ২০২১

ফরিদপুরে হাসপাতালে আগুন

ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বহুতল বেসরকারি হাসপাতাল আরোগ্য সদনের সম্প্রসারিত ভবনের ৮ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার পৌনে ৩ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এসময় হাসপাতালে ভর্তি শতাধিক রোগী ও তাদের স্বজনরা আতঙ্কে রাস্তায় নেমে আসেন। শহরের প্রধান সড়ক মুজিব সড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

দমকল বাহিনী ও বেসরকারি ওই হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের সম্প্রসারিত ভবনটি ১১তলা বিশিষ্ট। ওই ১১ তলা ভবনের নিজের চারতলা আবাসিক হিসেবে ব্যবহার করা হয়। পাঁচতলা থেকে উপরের ১১ তলা পর্যন্ত বেসরকারি ওই হাসপাতালের সম্প্রসারিত ভবন হিসেবে ব্যবহৃত হয়। ওই সম্প্রসারিত ভবনের ৮ তলার ৮০১ নম্বর কেবিনে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে ওই কক্ষের সরঞ্জাম পুড়ে গেলেও ছড়ানোর আগেই তা নিভিয়ে ফেলা হয়। কিন্তু ধোয়ার কারণে আতঙ্ক ছড়িয়ে পরে।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, খবর পেয়ে আমরা দ্রত ওই হাসপাতালে ছুটে আসি এবং আগুন নিভানোর কাজ শুরু করি। বেলা ৩ টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হই আমরা। আমার একই সাথে আগুন নিভানো ও হাসপাতালের বিভিন্ন ফ্লোরে থাকা রোগীদের সরিয়ে নিতেও কাজ করি।

তিনি বলেন, ধোয়ায় আমাদের দুই কর্মী আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরোগ্য সদন হাসপাতালের ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, নতুন ভবনের ফায়ার সেফটি প্লানের জন্য আবেদন করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আগুন,হাসপাতাল,ফরিদপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close