শেরপুর প্রতিনিধি

  ২৬ সেপ্টেম্বর, ২০২১

শেরপুরে দুই ভাইয়ের ঝগড়ায় এক ভাইয়ের মৃত্যু

শেরপুরে জমির আইল কাটা নিয়ে দুই ভাইয়ের ঝগড়ার একপর্যায়ে লাল মামুদ ওরফে লালু মেম্বার (৬৫) নামের এক ভাইয়ের মৃত্যু হয়েছে।

রবিবার সকালে উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা পশ্চিমপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।

তিনি গ্রামের মৃত হামিদ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে ছানোয়ার হোসেন (৬৮) ও তার ছোট ভাই লাল মামুদের (৬৫) মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে সকাল দশটার দিকে আমন ধানের জমিতে নিড়ানি দেওয়ার সময় জমির আইল কাটা নিয়ে ছানোয়ার ও লাল মামুদের মধ্যে ঝগড়া হয়। এ সময় দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি ও কিল ঘুষাঘুষির ঘটনা ঘটে। এক পর্যায়ে লাল মামুদ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। পরে স্বজনেরা তাকে (লাল মামুদ) উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুনসুর আহাম্মদ বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেননি। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঝগড়া,শেরপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close