দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

  ২৬ সেপ্টেম্বর, ২০২১

দুমকি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য সচিব!

পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।

রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আকস্মিক তিনি হাসপাতাল পরিদর্শনে আসেন। এসময় স্বাস্থ্য সচিব কোভিড-১৯ টীকা কার্যক্রম, পরিস্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব আরোপ করেন এবং হাসপাতালে ভর্তিকৃত রোগীর শয্যাপাশে গিয়ে খোঁজ খবর নেন। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ৩১শয্যা বিশিষ্ট হাসপাতালকে শিগগিরই ৫০ শয্যায় উন্নিত করার কাজ ত্বরান্বতি করার নির্দেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ, বরিশাল বিভাগের পরিচালক (স্বাস্থ) ডা. বাসুদেব কুমার দাস, বরিশাল মেডিকেল কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান শাহিন, পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মো.জাহাঙ্গীর আলম, উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ হাওলাদারসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হাসপাতাল পরিদর্শন,স্বাস্থ সচিব
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close