শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

  ২৫ সেপ্টেম্বর, ২০২১

শ্রীনগরে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ১ 

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পশ্চিম মুন্সীয়া গ্রামে বিদ্যুতায়িত হয়ে সুজন(৩০) নামে এক নির্মাণ শ্রমিকের করুন মৃত্যু হয়েছে। এসময় রবিন (২৫) নামে অপর এক শ্রমিক গুরুতর আহত হয়।

শনিবার দুপুরে পুর্ব মুন্সীয়া গ্রামের শহিদুল ইসলাম বাপ্পীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সুজন উপজেলার শ্যামসিদ্ধি এলাকার শ্রী রুহির ছেলে। আহত রবিন উপজেলা সংলগ্ন এলাকার মজিবরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম বাপ্পীর বসতবাড়িতে শ্রমিকরা কাজ করতে যায়। টিন পালটানোর জন্য বাড়ির লোকজন ওই শ্রমিকদের একটি ঘরের চালায় উঠতে বলে। চালার ওপরে বিদ্যুতের তার থাকার কারণে শ্রমিকরা প্রথমে কাজ করতে অস্বীকৃতি জানায়।

বিদ্যুৎ বন্ধ করার দাবির সুবাদে শ্রমিকদের কাজ করতে চালার ওপরে উঠতে বলা হয়। এ সময় শ্রমিকরা ঘরের চালের ওপরে উঠে বিদ্যুৎ তারের সাথে স্পর্শে এলে ঘটনাস্থলেই সুজন মারা যায়। এ সময় আহত রবিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করেন।

এদিকে বাড়ির মালিকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটার আশঙ্কা করেছে এলাকাবাসী। এ বিষয়ে বাড়ির মালিক শহিদুল ইসলাম বাপ্পী বলেন, আমরা আপোষ মিমাংসার চেষ্টা করছি।

এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি (তদন্ত) জানান, নিহতের পরিবার মামলা করতে অস্বীকৃতি জানালে আবেদন সাপেক্ষে লাশ হস্তান্তর করেছি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শ্রীনগর,বিদ্যুতায়িত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close