উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

  ২৫ সেপ্টেম্বর, ২০২১

ভাসানচর পালানো ১১ রোহিঙ্গা কুতুপালংয়ে আটক

নোয়াখালীর ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে আসা ১১ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন পুলিশ। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উখিয়ার কুতুপালং–৩ নং ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গারা হচ্ছে কুতুপালং ৩ নং ক্যাম্পের ডি/৩ ব্লকের আয়াত উল্যা (৪২), তার স্ত্রী (২) মিনারা বেগম(৩৭), মেয়ে দিল খায়াজ(১৬), ইমতিয়াজ বিবি (৯), আরফা(৩), আয়েশা ছিদ্দিকা(৪ মাস), জিয়াবত উল্যা(১৪), দ্বীন মোহাম্মদ(২৬), তার স্ত্রী সামছুন নাহার, মেয়ে মোকারমা(৪) ও রোকিয়া বিবি(২)।

তারা ভাসানচরে মোস্তাক মাঝির অধীন ৫৪ নং ক্লাস্টারের ১৪ নং ঘরের রোহিঙ্গা। গত ৩ ফেব্রুয়ারি তারা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প হতে পরিবার পরিজন নিয়ে ভাসানচরে যায়। সাগরে মাছ ধরার নৌকার মাঝিদের সহায়তায় তারা গত বুধবার মাগরিবের নামাজের পর ভাসানচর থেকে বের হয়ে গোপনে ঘাটের নৌকায় গিয়ে উঠে।

পরদিন বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ভোরে নোয়াখালী পৌঁছে। সেখান থেকে বিভিন্ন গাড়ি করে রাত ৮ টায় কুতুপালং বাজার হয়ে আত্মীয়দের ঘরে উঠে তারা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভাসানচর,কুতুপালং
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close