ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ২৫ সেপ্টেম্বর, ২০২১

ফেসবুকের কল্যাণে ৬০ বছর পর মা-ছেলের সাক্ষাৎ

অবশেষে দীর্ঘ ৬০ বছর পর নিজের মা’সহ স্বজনদের খুঁজে পেয়েছেন ব্রাহ্মণবাড়ির আব্দুল কুদ্দুস মুন্সি।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আ্ত্মীয়ের সহায়তায় সলিমগঞ্জে বোনের বাড়িতে ১১০ বছর বয়সী মায়ের সন্ধান পেলেন ৭০ বছরের ছেলে কুদ্দুস মুন্সি।

স্থানীয়রা জানান, ১০ বছর বয়সে হারিয়ে যাওয়া কুদ্দুস ফেসবুকে নিজের হারিয়ে যাওয়া গল্প লেখে সাক্ষাৎ পেলেন মা, বোন এবং স্বজনদের।

সূত্র জানায়, ৬০ বছর আগে মাত্র ১০ বছর বয়সে ব্রাহ্মণবাড়িয়া থেকে রাজশাহীর বাগমারায় চাচার সাথে বেড়াতে গিয়ে হারিয়ে যান কুদ্দুস মুন্সি। গেল এপ্রিল মাসে নিজের হারিয়ে যাওয়ার গল্প আইয়ূব আলী নামে পরিচিত একজনের ফেসবুক আইডিতে পোস্ট করেন তিনি। পোস্টটি ভাইরাল হলে নিজ গ্রামের মানুষের সঙ্গে নানা তথ্য বিনিময়ের মাধ্যমে পরিবারে খোঁজ পান কুদ্দুস। দীর্ঘ সময়ের পর স্বজনদের সামনে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি।

অন্যদিকে প্রতিটি দিন ছেলের পথ চেয়ে থাকা মা হারানো সন্তানকে সামনে পাওয়ায় এ সময় সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের।

কুদ্দুস মুন্সি বলেন, হারিয়ে যাওয়ার পর থেকেই প্রতিনিয়ত নিজের পরিবারের সঙ্গে দেখা করার নানা চেষ্টা করে যান। তবে দীর্ঘ দিন পর গেল এপ্রিলে আইয়ূব আলী নামে পরিচিত একজনের ফেসবুক আইডিতে হারিয়ে যাওয়ার গল্প বলেন কুদ্দুস। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ বিদেশে ছড়িয়ে থাকা নিজ গ্রাম নবীনগরের বাড্ডা গ্রামের বাসিন্দারা সাড়া দিতে থাকেন।

নিজের পরিবারকে খুঁজে পাওয়ার পর কুদ্দুস বলেন, দীর্ঘদিন পর হলেও তার ইচ্ছে পূর্ণ হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ব্রাহ্মণবাড়িয়া,হারিয়ে,ফেসবুক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close