ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ২২ সেপ্টেম্বর, ২০২১

কুড়িগ্রামে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় আটক ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফর নিয়ে কটূক্তি করায় জয়নাল আবেদীন (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ওই ব্যক্তিকে বুধবার (২২ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার শিলখড়ী ইউনিয়নের বাসিন্দা জয়নাল আবেদীন তিলাই ইউনিয়নের ধামেরহাট বাজারে চায়ের দোকানে রাজনৈতিক কথার মধ্যে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে কটূক্তি করেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

ঘটনাস্থলে উপস্থিত থাকা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে মঞ্জুরুল ইসলাম (মঞ্জু), আবু হানিফ ও আব্দুর রশিদ জানান, ঘটনাটি সত্য। প্রধানমন্ত্রীর নামে কটূক্তি করায় আমরা তা মেনে নিতে পারছি না। তাই তাকে পুলিশে দেওয়া হয়েছে।

ভূঙ্গামারি থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জয়নাল আবেদীনকে নিবর্তনমূলক মামলায় আটক দেখিয়ে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভূরুঙ্গামারী,আটক,কটূক্তি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close