কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

  ২১ সেপ্টেম্বর, ২০২১

মশা তাড়ানোর আগুনে পুড়ল কৃষকের ৫ গরু

ফাইল ছবি

গোয়ালঘরে মশার উপদ্রব থেকে গরুকে বাঁচাতে ধোঁয়া দিয়েছিলেন কৃষক। সেই ধোঁয়া থেকে আগুন লেগে পাঁচ গরুসহ পুড়ে ছাই হয়ে যায় ঘরটি।

সোমবার রাতে ঘটনাটি ঘটে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের আব্দুল নূর নামে এক কৃষকের বাড়িতে।

স্থানীয় লোকজন জানান, সোমবার রাতে উপজেলার বলাইশিমুল গ্রামে এ ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল নূর বলাইশিমুল গ্রামের মৃত শাজাহান মিয়ার ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, গোয়াল ঘরে মশা তাড়ানো জন্য ধোঁয়া থেকে আগুনের সূত্রপাত হয়ে সেই আগুনে পুরো ঘরটি জ্বলে যায়। এসময় গোয়াল ঘরে থাকা কৃষকের ছোট বড় পাঁচটি গরুই পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বলাইশিমুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম। এ বিষয়ে তিনি বলেন, আগুনে পুড়ে কৃষক আব্দুল নূর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

পিডিএসও/ইউসুফ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কেন্দুয়া,নেত্রকোনো,কৃষক,গোয়ালঘর,ধোঁয়া,মশা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close