পাবনা প্রতিনিধি

  ২০ সেপ্টেম্বর, ২০২১

পাবনায় ছুরিকাঘাতে খুন হলো কৃষক

পাবনায় জমিজমা বিরোধের জেরে মোজাহার সরদার (৬৫) নামের এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করেছে একই গ্রামের মোস্তফা হোসেন মস্তু নামের এক ব্যক্তি।

রবিবার (১৯ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে সদরের চরশিবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোজাহার চরশিবরামপুর গ্রামের মৃত বিরাত সরদারের ছেলে ও স্থানীয় কৃষক।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রওশন ইয়াজদানি বলেন, জমিজমা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রবিবার বিকেলে বিষয়টি নিয়ে বৈঠকে বসার কথা ছিল। কিন্তু একটি পক্ষ না আসায় বৈঠকটি হয়নি। সন্ধ্যার দিকে মোজাহার বাড়ির পাশে একটি চায়ের দোকানে চা খেতে যান। সেখানে প্রতিপক্ষের সাথে হাতাহাতি হলে দোকানে থাকা লোকজন ছাড়িয়ে দিলে তিনি বাড়িতে চলে যান। পরে রাত সাড়ে ৯ টার দিকে ওই দোকানে তিনি আবারও চা খেতে যান। পরে বাড়ি ফেরার পথে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় মোজাহারের ছেলে রবিউল বাদী হয়ে ১২ জনকে আসামি করে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা করেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কৃষক,পাবনা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close