শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

  ২০ সেপ্টেম্বর, ২০২১

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অক্টোবর। এই নির্বাচনে জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায়কে দলীয় প্রতীক (নৌকা), জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী জেলা জাতীয় পার্টির সদস্য মিজানুর রবকে (নাঙ্গল) এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শ্রীমঙ্গল উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আফজল হককে (ঘোড়া) উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক প্রেম সাগর হাজরাকে (আনারস) প্রতীক দেওয়া হয়।

প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর হোসেন সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন অফিসার তপন জ্যোতি অসীম।

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের এই উপ-নির্বাচনে উপজেলার লাখ ৩৩ হাজার ১১৬ জন ভোটার বিভিন্ন সেন্টারে তাদের ভোট দিবেন।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রতীক বরাদ্দ,উপ-নির্বাচন,শ্রীমঙ্গল,উপজেলা পরিষদ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close