বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

  ২০ সেপ্টেম্বর, ২০২১

সুদ ব্যবসায় প্রাণ হারাল নারী

নাটোরের বড়াইগ্রামের গড়মাটি মোল্লাপাড়ায় সুদ ব্যবসার জেরে এক নারীকে বাড়িতে ডেকে নিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ৮টায় পুলিশ তামাক ঘরের ভেতর থেকে ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহত নারীর নাম জাম্বিয়া বেওয়া (৫০)। তিনি জোনাইল হরিপুরেরর মৃত আফসার আলীর স্ত্রী।

পুলিশ জানায়, ওই নারী ঘটনাস্থলের পাশ্ববর্তী গড়মাটি উত্তর পাড়ায় বাবার বাড়িতে থাকতো। লাশ ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এদিকে ঘটনার পর হত্যার অভিযোগে অভিযুক্ত মোল্লাপাড়ার মৃত তাহের মোল্লার ছেলে নইমউদ্দিন মোল্লা (৫৫) বাড়িতে তালা মেরে স্বপরিবারে পালিয়ে গেছেন।

স্থানীয়রা জানান, স্বামীর মৃত্যুর পর জাম্বিয়া বেওয়া বাবার বাড়িতে চলে আসে এবং মোল্লাপাড়া এলাকায় সাইফুল মোল্লার ধানের চাতালে কাজ করতো। এ সময় ওই এলাকার নইমউদ্দিন মোল্লার সাথে সে সুদ ও জমি বন্ধকী ব্যবসা শুরু করে। গত মাসে দিশা সংস্থা থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে নইমুদ্দিনকে দেয়। সাপ্তাহিক কিস্তির জন্য জাম্বিয়া নইমউদ্দিনকে বললে সে নানা টাল-বাহানা করতে থাকে। এছাড়া আরও প্রায় নগদ ২ লক্ষ টাকা ও জমি বন্ধক নিয়েও নইমউদ্দিনের সাথে ওই নারীর বিরোধ চলছিলো। সোমবার রাত ৮টার দিকে নইমউদ্দিন টাকা নেয়ার জন্য জাম্বিয়াকে তার বাড়িতে ডেকে নেয়। পরে তার কোন খোঁজ পাওয়া যায়নি। পরের দিন সকাল ৮টার দিকে নইমদ্দিন নিজেই স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সালামকে মুঠোফোনে জানান, জাম্বিয়া তার তামাক ঘরের বাঁশের আড়ার সাথে রশি লাগিয়ে আত্মহত্যা করেছে। ইউপি চেয়ারম্যান এ ঘটনা থানা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে।

এদিকে জাম্বিয়ার আত্মহত্যার স্থান, ধরন ও লাশ গুম করার উদ্দেশ্যে নইমউদ্দিনের বাড়ির পাশে জঙ্গল পরিষ্কার করার ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও সন্দেহ তৈরি করে।

সংবাদ পেয়ে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, ওসি নজরুল ইসলাম মৃধা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উপপরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, এটা হত্যা না আত্মহত্যা তা খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নারী,সুদ ব্যবসা,নাটোর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close