ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ১৯ সেপ্টেম্বর, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের ভয়াবহতা রুখতে সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের ভয়াবহতা রুখতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর শহরের শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেরা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও।

স্বাগত বক্তব্য রাখেন- জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সমাজসেবক এডভোকেট সোমেশ রঞ্জন রায়, কাউন্সিলর মিজান আনসারী, মালেক চৌধুরী প্রমুখ।

সভায় সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের অনুপ্রবেশ রুখতে এবং মাদক ব্যবসায়ী রও সেবীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগরে কথা জানানো হয়। এছাড়াও প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকেও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানানো হয়।

পিডিএসও/এসএমএস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ব্রাহ্মণবাড়িয়া,মাদক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close