শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

  ১৮ সেপ্টেম্বর, ২০২১

শ্রীপুরে আধিপত্যকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া

গাজীপুরের শ্রীপুরে মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজে প্রকাশ্যে অস্ত্রের মহড়া। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

শনিবার সকালে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজে প্রকাশ্যে দেশীয় অস্ত্র হাতে নিয়ে দলীয় বিভিন্ন শ্লোগানে মহড়া দিতে দেখা গেছে ছাত্রলীগকে।

মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের ছাত্রদলের আহবায়ক ইমরান মৃধা বলেন, স্বাভাবিক দিনের মতো কলেজে ক্লাস করতে যাওয়ার পরপরই প্রশাসনিক ভবনের কাছ থেকে একটি মিছিল নিয়ে ছাত্রদলের শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায় তারা। এতে কমপক্ষে ছাত্রদলের ৫জন আহত হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জাকিরুল হাসান জিকো বলেন, এরা ছাত্রলীগের নামধারী নেতা। এদের দায় ছাত্রলীগ নিবে না। তাদেরকে আইনের আওতায় এনে বিচার দাবি করছি।

কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হান্নান বলেন, কলেজ চলাকালীন সময়ে অস্ত্রের মহড়া হয়েছে। এতে কলেজের কয়েকজন শিক্ষার্থী ছিলো।

তিনি বলেন, ঘটনার সাথে সাথে পুলিশকে জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। বাকি ব্যবস্থা নিবেন কলেজের অধ্যক্ষ।

কলেজের অধ্যক্ষ নূরু নব্বী আকন্দ বলেন, ঘটনার সময় আমি কলেজে ছিলাম না। এবিষয়ে খোঁজ খবর নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, ঘটনা জানার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অস্ত্রের মহড়া,অধিপত্য,শ্রীপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close