ধামরাই (ঢাকা) প্রতিনিধি

  ১৬ সেপ্টেম্বর, ২০২১

হত্যা মামলার প্রধান আসামি ১৭ বছর পর গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে হত্যা মামলার প্রধান আসামি মো. ফিরোজ আলমকে ১৭ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর সাব-রেজিস্ট্রার অফিসের পাশে থেকে তাকে আটক করা হয়।

ফিরোজ আলম ধামরাই পৌরসভার কায়েতপাড়া মহল্লার হাবিবুর রহমান ওরফে হবির ছেলে।

জানা গেছে, তৈয়বুর রহমানকে ২০০৪ সালে ধামরাই পৌরসভার সীমা হলের সামনে হত্যা করা হয়। নিহত তৈয়বুর রহমান উপজেলার ধামরাই ইউনিয়নের শরীফবাগ এলাকার নুরুল ইসলামের ছেলে।

বিষয়ে ধামরাই থানার উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. জসিম উদ্দিন বলেন, হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফিরোজ আলম ১৭ বছর পালিয়েছিলেন। তিনি হত্যাকাণ্ড ঘটানোর পর পালিয়ে সৌদি আরবে চলে যান। ৬ মাস আগে সৌদি থেকে দেশে ফিরেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কালামপুর বাজার সাব-রেজিস্টার অফিসের পাশের একটি বাড়িতে লুকিয়ে আছেন।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গ্রেপ্তার,প্রধান আসামি,হত্যা মামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close