লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১৬ সেপ্টেম্বর, ২০২১

লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ জনের জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়ায় নিরুপণ ডায়াগনস্টিক সেন্টার এবং শাহ মজিদিয়া প্যাথলজি সেন্টারে অভিযান চালিয়ে দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বটতলী মোটর স্টেশনে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী।

অভিযানে, দরবেশহাট রোডের মজিদিয়া প্যাথলজি সেন্টারে পরিচালক মোস্তাক আহমদকে হাজার টাকা নিরুপণ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আবদুর রহমানকে হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী বলেন, মেডিকেল প্র্যাকটিস আইন এবং বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরি এর ১৯৮২ এর ১০ ধারায় তাদের দুজনকে জরিমানা করা হয়েছে। এছাড়াও তাদের ল্যাব বন্ধ রাখার নির্দেশ দেন তিনি।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ শের আলী, লোহাগাড়া থানার এসআই ভক্ত চন্দ্র দত্ত, উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী, উপজেলা ভূমি অফিসের নয়ন দাশ প্রমুখ।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লাইসেন্সবিহীন,ডায়াগনস্টিক সেন্টারে অভিযান,লোহাগাড়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close