শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

  ১৩ সেপ্টেম্বর, ২০২১

শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপনির্বাচনে মনোনয়ন জমা

মৌলভীবাজারের জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ৭ অক্টোবর। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুভাকাঙ্ক্ষীদের নিয়ে সোমবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায়, জাতীয় পার্টি থেকে জেলা জাতীয় পার্টির সদস্য মিজানুর রব, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে না পাওয়া বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা কৃষক লীগের সভাপতি মো. আফজল হক এবং উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক প্রেম সাগর হাজরা।

মনোনয়নপত্র গ্রহণ করেন-জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন জ্যোতি অসীম।

এই উপ-নির্বাচনে উপজেলার লাখ ৩৩ হাজার ১১৭ জন ভোটার বিভিন্ন সেন্টারে তাদের ভোট দিবেন।

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল প্রতিদিনের সংবাদকে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। দলের একটি প্রশংসনীয় নীতি আদর্শ রয়েছে। শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কেউ যদি দলের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মনোনয়ন জমা,উপনির্বাচন,শ্রীমঙ্গল,উপজেলা পরিষদ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close