শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

  ১৩ সেপ্টেম্বর, ২০২১

শ্রীমঙ্গলে সড়কের পাশ থেকে মৃত বানর উদ্ধার

ছবি : প্রতিদিনের সংবাদ

শ্রীমঙ্গলে সড়কের পাশ থেকে মৃত বানর উদ্ধার করা হয়েছে। উপজেলার ভানুগাছ সড়কে বেলতলী এলাকায় রাবার বাগানের কাছে রাস্তার পাশে মৃত অবস্থায় বানরটিকে পড়ে থাকতে দেখেন বাগানের পাহারাদার।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে চা বাগানের পাহারাদার বানরটিকে পড়ে থাকতে দেখেন। পরে লাউয়াছড়া বন ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক কাজী সামসুল হককে খবর দেন তারা।

সেখান থেকে লাউয়াছড়া বনের অবস্থান ১ কিমি মধ্যে। পথচারীরা জানান, প্রায় সময় এই লাকায় দলবেঁধে বানর ঘুরতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, বানরটি বৈদ্যুতিক বা কোনো যানবাহনের আঘাতে মারা গেছে। বানরটির লেজে আঘাতের চিহ্ন রয়েছে।

কাজী সামসুল হক জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে আসি। এসে দেখি বানরটি মৃত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। বন বিভাগকে ফোন করেছিলাম, হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে সংযোগ পাচ্ছি না। তিনি বলেন, বৈদ্যুতিক শর্টে বানরটি মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পিডিএসও/ইউসুফ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শ্রীমঙ্গল,বেলতলী,রাবার বাগান,মৃত বানর,উদ্ধার,লাওয়াছড়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close