মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

  ০৫ আগস্ট, ২০২১

মনোহরগঞ্জে বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্বোধন

‘ফ্রি অক্সিজেন সেবা নিন, সুস্থ থাকুন’ এই স্লোগানকে সামনে রেখে চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৫টি অক্সিজেন সিলিন্ডার ক্রয় করা হয়েছে।

বৃহস্পতিবার সরসপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সরসপুর ইউনিয়নের জনগণের জন্য অক্সিজেন সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সরসপুর ইউপি চেয়ারম্যান মো. আবদুল মন্নান।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়াসিম, সরসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন সরসপুর ইউপি সচিব সফিক উল্লাহ, যুবলীগ নেতা মনির হোসেন, ইয়াকুব আলী, স্বাস্থ্য কর্মী নাইয়ারে দো আলম, ইউপি মেম্বার মাহফুজুর রহমান, সরসপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক নূর খান মিঠু, স্বেচ্ছাসেবকলীগ নেতা মাইন উদ্দিন, ছাত্রলীগ নেতা সাগর হোসেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা নুরুন নবীসহ আরও অনেকে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মনোহরগঞ্জ,বিনামূল্যে অক্সিজেন সেবা,উদ্বোধন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close