​প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৫ আগস্ট, ২০২১

সারা দেশে ৭২তম জন্মবার্ষিকী নানা আয়োজনে পালিত

বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন শহীদ শেখ কামাল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে।

বৃহস্পতিবার জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেককাটা, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। করোনাকালীন স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে জেলা-উপজেলা প্রশাসন এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাকেও ঘাতকরা হত্যা করে। প্রতিনিধিদের পাঠানো খবর-

ফরিদপুর : আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলিমুজ্জামান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশারফ আলী, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ শীলা রানী মন্ডল, শিক্ষাবিদ ও সাংবাদিক শাহজাহান, সহযোগী অধ্যাপক রেজভী জামান, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল প্রমুখ।

গাইবান্ধা : গাইবান্ধা পৌরপার্কে মুক্তিযুদ্ধের বিজয়স্তম্ভের পাশে অস্থায়ী মঞ্চে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক আবদুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস-উল-আলম হীরু প্রমুখ।

কুষ্টিয়া : জেলা আ.লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা প্রশাসন ও জেলা পুলিশের আয়োজনে বঙ্গবন্ধু ও শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে একই কর্মসূচি পালিত হয় কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামেও।

নোয়াখালী : জেলা আওয়ামী লীগ কার্যালয় মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য দেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খাইরুল আনম সেলিম চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন জেহান, সদর আওয়ামী লীগের সম্পাদক আতাউর রহমান নাছের প্রমুখ।

পঞ্চগড় : সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘মুজিব চিরঞ্জীব’ স্মৃতিস্তম্ভে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা উদীচী সংসদ, এম আর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন। পরে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়ালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী : পটুয়াখালীতে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন, পুলিশ সুপার মোহাম্মাদ শহীদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সম্পাক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ প্রমুখ।

শরীয়তপুর : শরীয়তপুরে জন্মবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামীম হোসেন, ইউএনও মনদীপ ঘরাই প্রমুখ।

শেরপুর : জেলা প্রশাসকের কার্যালয়ের স্থাপিত অস্থায়ী প্রতিকৃতিতে জেলা প্রশাসক মোমিনুর রশীদ ও পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) এ টি এম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইসয়াসমিন, সদর ইউএনও মোহাম্মদ ফিরোজ আল মামুন প্রমুখ।

নওগাঁ : জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলে রাব্বী বকু, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম আল মামুন চিশতী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন-অল-রশিদ, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খানসহ প্রমুখ।

ঝিনাইদহ : ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তরে চারা গাছ বিতরণ ও রোপণ করা হয়। এছাড়াও দুপুরে ভার্চুয়ালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন জেলা প্রশাসক মজিবর রহমান, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু প্রমুখ। পরে স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ভোলা : জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অস্থায়ীভাবে স্থাপনকৃত শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রমুখ। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব সংগঠকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

পাবনা : আলোচনা সভায় বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মুহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফরোজা আকতার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি চন্দন কুমার চক্রবর্তী, পাবনা প্রেস ক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক মোখলেছুর রহমান প্রমুখ।

নড়াইল : নড়াইলে আলোচনা ও স্মৃতিচারণ সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা প্রমুখ।

টাঙ্গাইল : টাঙ্গাইলে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, জেলা প্রশাসক আতাউল গণি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারী, পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া : আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সম্পাদক আল মামুন সরকার, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমুখ।

মেহেরপুর : মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কে এম জাহিদুল ইসলাম প্রমুখ।

বগুড়া : শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক জিয়াউল হক। জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আহমেদ, সদর ইউএনও আজিজুর রহমান, এনডিসি জিএম রাশেদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু প্রমুখ।

মানিকগঞ্জ : জেলা যুবলীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক আ.ফ.ম সুলতানুল আজম খান আপেল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুর রহমান জনি, সদস্য একেএম নুরুল হুদা রুবেল, মাহাবুবুল আলম সুমন, খলিলুর রহমান প্রমুখ।

ভাঙ্গুড়া (পাবনা) : ভাঙ্গুড়ায় গাছের চারা রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওসি মু. ফয়সাল বিন আহসান, উপজেলা চেয়ারম্যান আলহাজ বাকি বিল্লাহ, পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল, ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রনজু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখি প্রমুখ।

ধামরাই (ঢাকা) : ধামরাইয়ে আলোচনা সভায় বক্তব্য দেন ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজির আহম্মদ, ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকি, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) শেখ নরুল আলম চয়ন, পৌর মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা প্রমুখ।

দোহার (ঢাকা) : দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এফ এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলার সরকারি কর্মকর্তারা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গাছের চারা বিতরণ করা হয়।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) : মির্জাগঞ্জে ক্যাপ্টেন শেখ কামালের অস্থায়ী প্রতিতৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী, ইউএনও তানিয়া ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আতহার উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রায়হান উজ্জামান প্রমুখ।

মির্জাপুর (টাঙ্গাইল) : মির্জাপুরে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, ইউএনও হাফিজুর রহমান, পৌর মেয়র সালমা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, আজাহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভ‚মি) জুবায়ের হোসেন প্রমুখ।

মুরাদনগর (কুমিল্লা) : মুরাদনগরে ইউএনও অভিষেক দাশের নেতৃত্বে প্রথমে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ সোহাগ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. কামরুল আহমেদ খান প্রমুখ।

পীরগাছা (রংপুর) : পীরগাছায় ইউএনও শেখ শামসুল আরেফীনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মাহবুবার রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ মিলন, ওসি আজিজুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াজেদ আলী সরকার প্রমুখ।

আত্রাই (নওগাঁ) : আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামাণিক, ইউএনও ইকতেখারুল ইসলাম, ওসি আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সহসভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল প্রমুখ।

বকশীগঞ্জ (জামালপুর) : পুষ্পস্তবক অর্পণকালে উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, ইউএনও মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভ‚মি) স্নিগ্ধা দাস, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহিম, যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ প্রমুখ।

বেড়া-সাঁথিয়া (পাবনা) : বেড়া মডেল থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল বেড়া-সাঁথিয়া) শেখ জিল্লুর রহমান, বেড়া মডেল থানার ওসি অরবিন্দ সরকারসহ থানা পুলিশের সব সদস্য, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

মোংলা (বাগেরহাট) : মোংলায় আলোচনা সভায় বক্তব্য দেন মোংলা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান, আওয়ামী লীগ সম্পাদক আলহাজ শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর যুবলীগের সভাপতি এস এম কবির হোসেন প্রমুখ।

দুর্গাপুর (নেত্রকোনা) : দুর্গাপুরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এমদাদুল হক খান, পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুছ সালাম, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু প্রমুখ।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : ফুলবাড়ীতে আলোচনা সভায় বক্তব্য দেন ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) আকলিমা খাতুন, উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, কৃষি কর্মকর্তা মাহবুবুর রশীদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুজিবুর রহমান, ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন প্রমুখ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গোবিন্দগঞ্জে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ মনোয়ার হোসেন চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সাবেক পৌর মেয়র আতাউর রহমান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আবদুল লতিফ প্রধান, আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলু প্রমুখ।

হাটহাজারী (চট্টগ্রাম) : হাটহাজারীতে ইউএনও শাহিদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, সহকারী কমিশনার (ভ‚মি) আবু রায়হান, ভাইস চেয়ারম্যান নূরুল আলম বাশেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক জাফর, ওসি রফিকুল ইসলাম প্রমুখ।

কামারখন্দ (সিরাজগঞ্জ) : কামারখন্দে আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও মেরিনা সুলতানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ প্রমুখ।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) : কোটালীপাড়ায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র হাজি মো. কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক এস এম হুমায়ুন কবির, জেলা পরিষদ সদস্য মাজাহারুল আলম পান্না, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল প্রমুখ।

লালমোহন (ভোলা) : লালমোহন উপজেলা পরিষদ অডিটরিয়ামে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, আওয়ামী লীগের সম্পাদক ফখরুল আলম হাওলাদার প্রমুখ।

মাধবপুর (হবিগঞ্জ) : মাধবপুরে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউএনও শেখ মঈনুল ইসলাম মঈন, সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন আহামেদ, ওসি আবদুর রাজ্জাক প্রমুখ।

মধুখালী (ফরিদপুর) : ইউএনও মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক রেজাউল হক বকু, ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, সহকারী শিক্ষা কর্মকর্তা অধির কুমার বিশ্বাস প্রমুখ।

মান্দা (নওগাঁ) : মান্দায় ইউএনও আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোল্লা মো. এমদাদুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিজয় কুমার রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত প্রমুখ।

পলাশ (নরসিংদী) : পলাশে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ইউএনও ফারহানা আফসানা চৌধুরী (পিএএ), সহকারী কমিশনার (ভ‚মি) সিলভিয়া স্নিগ্ধা, ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক, পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দীন প্রমুখ।

দৌলতপুর (কুষ্টিয়া) : দৌলতপুরে আলাচনা সভায় উপস্থিত ছিলেন ইউএনও শারমিন আক্তার, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, বীর মুক্তিযোদ্ধা কাউছার আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান শাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ লালু প্রমুখ।

চৌহালী (সিরাজগঞ্জ) : চৌহালীতে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহিদ আল হাসান, উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন সরকার, ওসি রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শাখাওয়াত হোসেন, ঘোরজান ইউপি চেয়ারম্যান রমজান আলী প্রমুখ।

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) : শহীদ শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ সময় ইউএনও এ কে এম হেদায়েতুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, ওসি এ এফ এম নাসিম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোফিদা আক্তার জোনাকি, পাটগাতী ইউপি চেয়ারম্যান মিলন মোল্যা, পৌর কাউন্সিলর কেরামত মোল্লা, শ্রমিক লীগ সভাপতি ফায়েক শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শহীদ শেখ কামাল
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close