reporterঅনলাইন ডেস্ক
  ০৪ আগস্ট, ২০২১

শিবগঞ্জে বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাত, নিহত ১৬

ছবি : সংগৃহীত

উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে বরযাত্রীবাহী নৌকার ওপর বজ্রপাতে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলাস্থ পাকা ইউনিয়নের পদ্মা নদীর আলিমনগর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিদের ১৬ জনই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাসিন্দা।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাকিব-আল-রাব্বি এসব তথ্য নিশ্চিত করে জানান, বরপক্ষ চাঁপাইনবাবগঞ্জ সদরের নারায়ণপুর ইউনিয়নের জনতারহাট থেকে শিবগঞ্জের পাকা যাচ্ছিলেন। বৃষ্টি শুরু হলে পদ্মা পার হয়ে আলিমনগর ঘাটের তেলিখালিতে একটি চালার নিচে আশ্রয় নেন তারা। এসময় বজ্রপাতে হলে ১৬ জন নিহত ও ছয়জন আহত হন। রফিক ও মনির কনেপক্ষের। তারা বরযাত্রীদের এগিয়ে নিতে ঘাটে এসেছিলেন।

তিনি বলেন, আলিমনগর ঘাটে মরদেহগুলো রয়েছে। মৃতদের মধ্যে নারী রয়েছেন পাঁচজন। অল্প কিছুক্ষণের মধ্যে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ সময় আহত ব্যক্তিদের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

পিডিএসও/ইউসুফ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উত্তরবঙ্গ,চাঁপাইনবাবগঞ্জ,যাত্রীবাহী নৌকা,পদ্মানদী,বজ্রপাত,নিহত ১৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close