সাতক্ষীরা প্রতিনিধি

  ০২ আগস্ট, ২০২১

সাম্প্রদায়িক উস্কানীমুলক পোস্ট শেয়ার করে বরখাস্ত ব্যাংকের এজিএম

সোনালী ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মনোতোষ সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ধর্মীয় অনুভুতিতে আঘাত হানতে পারে এমন একটি সাম্প্রদায়িক পোস্ট ব্যক্তিগত ফেসবুকে শেয়ার করায় তাকে বরখাস্ত করা হয়।

মানোতোষ সরকার জেলার কালিগঞ্জ উপজেলার বিঞ্চুপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের রমেশ কুমার কর্মকারের ছেলে।

বর্তমানে তিনি সাতক্ষীরা পৌরসভার উত্তর কাটিয়ায় একটি ভাড়া বাসায় বসবাস করছেন।

সোনালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শওকত জামান স্বাক্ষরিত একপত্রে উল্লেখ করা হয়েছে যে, মনোতোষ সরকার সাতক্ষীরা শাখা প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে ব্যক্তিগত ফেসবুক আইডি ব্যবহার করে ধর্মীয় অনুভুতিতে আঘাত হানতে পারে এমন একটি সাম্প্রদায়িক পোস্ট শেয়ার করেছেন। যা ব্যাংকের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারে। এর প্রেক্ষিতে তাকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

মনোতোষ সরকারের সাথে মোবাইলে কথা হলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন, বাইরে আছি, পরে কথা হবে।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সোনালী ব্যাংকের এজিএম,সাম্প্রদায়িক উস্কানীমুলক পোস্ট
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close