রায়হান সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম)

  ০২ আগস্ট, ২০২১

প্রতিদিনের সংবাদে খবর প্রকাশের পর

লোহাগাড়ায় পানিবন্দিরা পেলো প্রধানমন্ত্রীর উপহার

চট্টগ্রামের লোহাগাড়ায় ভারী বর্ষণের কারণে কয়েকটি গ্রাম পানিবন্দি হয়েছিল। বিশেষ করে চুনতির দুর্গম পাহাড়ি এলাকায় ফারাঙ্গা মহাজন পাড়াসহ কয়েকটি এলাকার ৬০ পরিবার পানিবন্দি ছিলো। এসব ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জিআর চাল বিতরণ করা হয়েছে।

‘পানিবন্দিতে চুনতির ৬০ পরিবার’ শিরোনামে ৩০ জুলাই প্রতিদিনের সংবাদে খবর প্রকাশের পর চুনতিতে সেই পানিবন্দি পরিবারের সদস্যরা পেলো প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ জিআর চাল।

সোমবার সকালে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্হাপনা মন্ত্রনালয় কর্তৃক উপজেলার চুনতিতে বিভিন্ন এলাকায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জিআর চাল বিতরণ করা হয়।

এসময় উপস্হিত ছিলেন চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু কোম্পানি, ইউপির সেক্রেটারি বিকাশ বড়ুয়া, ইউপি সদস্য মুহাম্মদ জানে আলম প্রকাশ জানু, আবদুল মন্নান সিকদার, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার হোসনে আরা বেগম।

চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী জানান, উপজেলার চুনতি ইউনিয়নে বিভিন্ন এলাকায় কয়েকদিনের ভারী বর্ষণের কারণে অনেক পরিবার পানি বন্দি হয়েছিল। প্রধানমন্ত্রীর পক্ষে ক্ষতিগ্রস্ত পানিবন্দি পরিবারকে জিআর চাল প্রদান করা হয়।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লোহাগাড়া,চট্টগ্রাম
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close