গোপালগঞ্জ প্রতিনিধি

  ০১ আগস্ট, ২০২১

গোপালগঞ্জে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে বিমানবাহিনী

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি বিধি-নিষেধ কার্যকর করতে সমগ্র জেলায় সরব রয়েছে আইনশৃংখলা রক্ষাকারীবাহিনী। পাশাপাশি জনগণকে সচেতন করতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ বিমানবাহিনী।

রোববার গোপালগঞ্জ কাশিয়ানীর রামদিয়া, সাজাইল, রাজপাট বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ আহমেদ। এসময় বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট সাদমান শাবাব এর নেতৃত্বে মাঠে ছিল বিমান বাহিনীর সদস্যরা। পাশাপাশি সেনাবাহিনী ও বিজিপির সদস্যরাও বিভিন্ন স্থানে টহল অব্যাহত রেখেছেন।

জেলায় নিত্যপণ্যের ও ওষুধের দোকান বাদে সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। সাধারণ মানুষকে মাস্ক ব্যবহার করতে বাধ্য করা হলেও অনেকই মানছেন না স্বাস্থ্যবিধি। তবে সরকারি নির্দেশ উপেক্ষা করায় বেশ কয়েকজনেক আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট সাদমান শাবাব বলেন, করোনাভাইরাস সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এজন্য জনগণকে সচেতন করতে আমরা কাজ করছি। বিনা প্রয়োজনে ঘরের বাহিরে না আসার অনুরোধ করছি। দেশ ও জাতির কল্যাণে বিমানবাহিনী সর্বদা নিয়োজিত।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গোপালগঞ্জ,কঠোর বিধিনিষেধ,বিমানবাহিনী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close