চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

  ৩১ জুলাই, ২০২১

দীর্ঘদিনেও হয়নি সংস্কার

রাস্তায় ধান লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ

রাজশাহীর চারঘাটের দক্ষিণ পিরোজপুর গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি ৮শ মিটার রাস্তা পাকা করা হয়নি। প্রতিবছর বর্ষা মৌসুমে সড়কে কাদার সৃষ্টি হওয়ায় জনগণের চলাচল বিঘ্নিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে শনিবার দুপুরে রাস্তায় ধানের চারা লাগিয়ে অভিনব প্রতিবাদ করেছে গ্রামবাসী।

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ পিরোজপুর গ্রামটি রাস্তার দিক দিয়ে চরম অবহেলিত। এই গ্রামের দুই পাশে প্রধান সড়কে প্রবেশের রাস্তা থাকলেও দীর্ঘদিনেও পাকা বা সোলিং (ইটের রাস্তা) করা হয়নি। গ্রামের পূর্ব পাশে ৮৩০ মিটার ও উত্তর পাশে ৮০০ মিটার কাঁচা রাস্তা রয়েছে। প্রতিদিন বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করে।

প্রতি বছরের মতো এ বছরও বর্ষা মৌসুমে বৃষ্টিতে রাস্তায় কাদার সৃষ্টি হয়েছে। এতে রাস্তাটি পথচারীদের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এমন বেহালদশায় পড়া সড়ক সংস্কারের জন্য নানা জায়গায় ধর্ণা দিয়েও কোনও কাজ হচ্ছে না। স্থানীয়দের পোহাতে হচ্ছে অসহনীয় দুর্ভোগ। এরই প্রতিবাদে শনিবার সকালে গ্রামবাসীরা রাস্তায় ধানের চারা লাগিয়ে দেন।

স্থানীয় বাসিন্দা ব্যাংকার জিয়াউল হক বলেন, ‘এলাকায় প্রায় দুই হাজার লোকের বসবাস। প্রতিদিন এ রাস্তা দিয়ে ৫০০-৭০০ লোক যাতায়াত করে। একটু বৃষ্টি হলেই এ রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।’

কৃষক মাজদার রহমান বলেন, ‘এখানে নানা ধরনের কৃষি পণ্য উৎপাদিত হয়। সেগুলো হাটে নিয়ে যেতে হয়। কৃষিপণ্য বাজারজাত করতে খুবই কষ্ট হয়। রাস্তার কারণে অনেক সময় বাজারে নেয়া যায় না, ক্ষেতেই সবজি পচে যায়।’

চারঘাট সদর ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, ‘বিষয়টি নিয়ে অনেকবার আলোচনা হয়েছে। কিছু ইট-বালি ফেলে রাস্তা চলাচলের উপযোগী করার চেষ্টা করেছি। উপজেলা পরিষদের মিটিং এ আলোচনা করে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়া হবে।’

উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম জানান, “রাস্তার বিষয়টি আমার জানা নেই। তবে এলজিইডির আওতাভুক্ত হলে জনস্বার্থে প্রকল্পের মাধ্যমে রাস্তা করে দেয়া হবে। আর রাস্তা আমাদের না হলে উপজেলা পরিষদের মাধ্যমে সংস্কার করা হবে।”

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চারঘাট,রাজশাহী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close