লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ৩১ জুলাই, ২০২১

কঠোর বিধিনিষেধে অকারণে রাস্তায়, লোহাগাড়ায় জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়ায় লকডাউন নিশ্চিত করতে মাঠে কঠোর অবস্হানে প্রশাসন, পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী।

লকডাউনের ৯ম দিনে করোনা সংক্রমণ প্রতিরোধে মাঠে কাজ করছে প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী।

এসময় লকডাউন অমান্য করে উপজেলার আমিরাবাদ স্টেশন ও পদুয়া বাজারের বিভিন্ন এলাকায় বিভিন্ন গাড়ি যোগে অযথা বের হওয়ায় ১৪ মামলায় ৮হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খোরশেদ আলম চৌধুরী।

এসময় সাথে ছিলেন লোহাগাড়া থানার এসআই পার্থসারথি হাওলাদার, পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের মহসিন লিটন, উপজেলা ভূমি অফিসের ইব্রাহীম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী জানান, লকডাউনের ৯ম দিনে ঘুরাঘুরি করছে সাধারণ মানুষ। তাদেরকে ঘরমুখী করতে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বার বার নির্দেশনা প্রদান করে আসছি। স্বাস্হ্যবিধি অমান্য করে অযথায় ঘুরাঘুরির দায়ে সংক্রমণ আইন ২০১৮ এর ২৪ ধারামতে ১৪ মামলায় ৮ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্রগ্রাম,মহামারি,করোনাভাইরাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close