লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ৩০ জুলাই, ২০২১

লোহাগাড়ায় পানিবন্দিতে চুনতির ৬০ পরিবার

কয়েকদিনের টানা বর্ষণ ও চিলইন্যা খালের তীব্র স্রোতের কারণে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ পানত্রিশা এলাকায় ৫০-৬০ পরিবার প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে ৫ শতাধিক মানুষ।

জানা যায়, উপজেলার চুনতি পানত্রিশা গ্রাম। দুর্গম পাহাড়ি এলাকা হিসেবে পরিচিত এ গ্রাম। গেল ৩-৪দিনের টানা বর্ষণে পানত্রিশা মহাজন পাড়াসহ কয়েকটি পাড়ার ৫০-৬০ পরিবারের মানুষ পানিবন্দি রয়েছে। এই গ্রামের মানুষ পানির কারণে রাত্রীকালীন সময়ে খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে। ভারী বর্ষণ ও চিলইন্যা খালের পানি মহাজন পাড়া গ্রামে প্রবেশ করেছে।

এলাকার বাসিন্দা আবদুল খালেক জানান, কয়েকদিনের টানা বর্ষণের কারণে মহাজন পাড়ায় পানি প্রবেশ করেছে। বিশেষ করে চিলইন্যা খালের তীব্র স্রোতের কারণে আমাদের গ্রাম প্লাবিত হয়েছে। আমরা অতি কষ্টে দিনযাপন করছি।

ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানি জানান, গেল ৩-৪দিনের ভারী বর্ষণের কারণে পানত্রিশা মহাজন পাড়া এলাকার ৫০-৬০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। এলাকার পুকুরের মাছ ভেসে গেছে। খোলা আকাশের নিচে বসবাস করছে অনেকে। পানিবন্দি গ্রাম পরিদর্শন করেছি।

লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া জানান, টানা বর্ষণে চুনতির পানত্রিশা গ্রামের ৬০পরিবারের মানুষ পানিবন্দি । বিষয়টি স্থানীয় চেয়ারম্যান আমাকে জানিয়েছেন। শীঘ্রই তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পানিবন্দি,লোহাগাড়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close