কাউখালী ( পিরোজপুর) প্রতিনিধি

  ২৮ জুলাই, ২০২১

লকডাউনে বিয়ের আয়োজন, বর-কনের পিতাকে জরিমানা

পিরোজপুরের কাউখালীতে সরকার ঘোষিত লকডাউনের বিধিনিষেধ অমান্য করে বিয়ের আযোজন করায় বর ও কনের পিতাকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার এ জরিমানা করা হয় উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আশোয়া গ্রামে আয়োজিত এক বিয়ে অনুষ্ঠানে।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. আল-আমীন হোসেন জানান, লকডাউন উপেক্ষা করে ওই বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। সরজেমিনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসাম্মাৎ জান্নাত আরা তিথি গিয়ে ওই বিয়ের আযোজন দেখে বর পক্ষকে দুই হাজার ও কনে পক্ষকে এক হাজার করে মোট ৩ হাজার টাকা জরিমানা করেন।

স্থানীয়রা জানান, ওই দিন দুপুরে উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আশোয়া গ্রামের এক তরুণীর সাথে জেলার নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের সেহাংগল গ্রামের হেমায়েত হোসেনের ছেলের বিয়ের আয়োজন করা হয়।

পরে ওই বিয়ের খবর পেয়ে কনের বাড়িতে পুলিশ নিয়ে হাজির হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি। এসময় লকডাউনের আদেশ অমান্য করে বিয়ের আযোজন করায় বর ও কনের পিতাকে জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাত আরা তিথি জানান, লকডাউনের আদেশ অমান্য করায় বর ও কনে পক্ষকে জরিমানা করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কঠোর লকডাউন,বিয়ের আয়োজন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close