আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

  ২৪ জুলাই, ২০২১

আত্রাইয়ে বিধিনিষেধ বাস্তবায়নে প্রশাসন তৎপর

নওগাঁর আত্রাইয়ে বিধিনিষেধ বাস্তবায়নে উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী তৎপরতা অব্যাহত রেখেছেন। বিধিনিষেধের দ্বিতীয় দিন শনিবার ভোর থেকে গুড়িগুড়ি বৃষ্টি হলেও তা উপেক্ষা করে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালান ইউএনও ইকতেখারুল ইসলাম।

এসময় মাস্ক না পড়া এবং অপ্রয়োজনে বাড়ীর বাহিরে বের হওয়ার কারনে পাঁচ জন পথচারীকে জরিমানা করা হয়। করোনা মহামারিতে মৃত্যু ও সংক্রমণের হার কমিয়ে আনতে সরকার ২৩ জুলাই থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করে। এতে উপজেলার হোটেল, রেস্তোরা, গার্মেন্টস এবং শপিংমল বন্ধ রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, করোনা মহামারিতে আক্রান্ত ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে অভিযান চালানো হচ্ছে। এসময় যাদের মুখে মাস্ক নাই তাদেরকে মাস্ক পরিয়ে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হচ্ছে। এর পরও যারা নিয়ম অমান্য করে অপ্রয়োজনে বের হচ্ছেন তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আত্রাই,নওগাঁ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close