তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

  ২২ জুলাই, ২০২১

নিষেধাজ্ঞা অমান্য করায় তাহিরপুরে আগত পর্যটকদের জরিমানা

করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সকল পর্যটন স্পষ্টগুলোতে পর্যটকদের পরিবহনকারী নৌকা ও পর্যটকদের আগমনে নিষেধাজ্ঞা জারি করেছিল উপজেলা প্রশাসন।

এই নির্দেশনা অমান্য করে পর্যটন কেন্দ্রগুলোতে দলবেধে প্রবেশ করায় বৃহস্পতিবার ৪টি পর্যটক দলকে ৪টি মামলায় ৫০০০ (পাচ হাজার) টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলা উদ্দিন।

জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত হতে ঘুরতে আসা বেশকিছু পর্যটকদের পরিবহণকৃত নৌকাসহ বিভিন্ন যানবাহন ফেরত পাঠানো হয়েছে। এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পর্যটক বহন না করার জন্য সকল নৌযান চালকদের ও নৌ-ঘাটের ইজারাদারদের নির্দেশনা দেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলা উদ্দিন জানান, বর্তমান পরিস্থিতিতে নিদের্শনা অমান্য কারীদেরকে কঠোরভাবে দমন করা হবে। কোন ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে তাহিরপুর থানা পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তাহিরপুর,জরিমানা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close