দৌলতখান (ভোলা) প্রতিনিধি

  ২২ জুলাই, ২০২১

দৌলতখানে গরুর গোশতে আল্লাহর নাম

ভোলার দৌলতখানে পবিত্র ঈদু-উল আজহা উপলক্ষ্যে কোরবানি করা গরুর গোশতে আল্লাহর নাম লেখা দেখা গেছে। বুধবার পবিত্র ঈদের দিন সকালে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬ ন ওয়ার্ডের দিদারউল্ল্যাহ গ্রামের মৃর্ধা বাড়িতে এমন দৃশ্য দেখা যায়।

জানা গেছে, পবিত্র ঈদু-উল-আজহা উপলক্ষ্যে একটি গরু কোরবানি করেন ওই গ্রামের আলাউদ্দিন মৃর্ধা ও তার ভাই জসিম মৃর্ধা। গরু জবাইয়ের পরে গোশত টুকরো করার সময় একটি রানের গোশতের টুকরায় আল্লাহর নাম সাদৃশ্য লেখা দেখতে পান তারা। পরে আলাউদ্দিন মৃর্ধার ছেলে তানভীর মৃর্ধা আল্লাহর নাম লেখা গোশতের টুকরো ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। মুহুর্তেই সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে গোশতে আল্লাহর নাম লেখা দেখতে ভিড় জমায় এলাকাবাসী।

এব্যাপারে তানভীর মৃর্ধা জানান, গরুর গোশত টুকরো করার সময় আল্লাহর নাম দেখা গেছে। পরে স্থানীয় মাদরাসার হুজুরদের কাছে গোশতের টুকরো রাখা হয়।

দৌলতখান মার্কাস মসজিদের খতিব মাওলানা মাহাবুবুর রহমান বলেন, কোরবানি করা গোশতে আল্লাহর নাম লেখা, এটা আল্লাহ তায়ালার কুদরত।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আল্লাহর নাম,দৌলতখান,গরুর গোশত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close