reporterঅনলাইন ডেস্ক
  ২৩ জুন, ২০২১

করোনা ইউনিট

রাজশাহী মেডিকেলে আরও ১৬ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা এবং উপসর্গে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে আটজন করোনায়, সাতজন উপসর্গে এবং একজন করোনামুক্ত হওয়ার পর মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই ১৬ জন নিয়ে চলতি মাসের ২৩ দিনে (১ থেকে ২৩ জুন) হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ২৪৫ জন। এর মধ্যে ১১৯ জনই মারা গেছেন করোনা শনাক্তের পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৃত্যু,রাজশাহী মেডিকেল,রামেক হাসপাতাল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close