ঈশ্বরদী প্রতিনিধি

  ২১ জুন, ২০২১

সেনাবাহিনীর লেফটেনেন্ট পদে র‌্যাঙ্ক পেলেন ইয়াশ

ছবি : প্রতিদিনের সংবাদ

ঈশ্বরদীর কৃতি সন্তান জাররাফ আবতাহী ইয়াশফি ওরফে ইয়াশ বাংলাদেশ সেনাবাহিনীর বিএমএ লং কোর্সের তিন বছরের ট্রেনিং শেষে লেফটেনেন্ট পদের র‌্যাঙ্ক ব্যাজ পেয়েছেন। বাংলাদেশ মিলিটারি একাডেমি চট্টগ্রামের ভাটিয়ারীতে গত ১৭ জুন আনুষ্ঠানিকভাবে তাকে ব্যাজ পরিয়ে দেয়া হয়। আগামী ২ জুলাই সাভার সেনানিবাসে তিনি লেফটেনেন্ট পদে যোগদান করবেন বলে জানা গেছে।

তিনি ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ও ঈশ্বরদী মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান খায়রুল কবীর লিটন এবং পাকশী ডিগ্রী কলেজের সাবেক প্রভাষক সাবিনা পারভীনের একমাত্র ছেলে।

ইয়াশ সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেনে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়া শেষ করে ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। পরে পাবনা ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করেন। এরপর আশিতম বিএমএ লং কোর্সে যোগ দিয়ে তিন বছর ট্রেনিং শেষের পর লেফটেন্যান্ট পদে র‌্যাঙ্ক ব্যাজ প্রাপ্ত হন। কমোডর আফজাল হোসেন তাকে ব্যাজ পরিয়ে দেন। ইয়াশ সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

পিডিএসও/ইউসুফ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঈশ্বরদী,কৃতি সন্তান,ইয়াশ,সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেন,ক্যাডেট কলেজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close