reporterঅনলাইন ডেস্ক
  ২০ জুন, ২০২১

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ২৮ জন ইউপি চেয়ারম্যান নির্বাচিত

করোনাভাইরাস মহামারির মধ্যে প্রথম ধাপে ১৩টি জেলার ৪১টি উপজেলার ২০৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সোমবার। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে চেয়ারম্যান পদে এরইমধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ২৮ জন নির্বাচিত হয়ে গেছেন। এসব ইউপিতে বাকি পদে ভোট হবে।

তবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কোন কোন ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ প্রতিবেদন লেখা পর্যন্ত তা জানা যায়নি।

নির্বাচন পরিচালনা শাখা জানায়, ২০৪টি ইউপির মধ্যে ২০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। আর ১৮৪টিতে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে। প্রথমে ইসি ৩৬৭টি ইউপিতে নির্বাচনের তফসিল ঘোষণা করলেও করোনা প্রবণ এলাকার ১৬৩টি ইউপির নির্বাচন স্থগিত করা হয়।

ইসির যুগ্মসচিব আসাদুজ্জামান জানান, প্রথম ধাপের এই নির্বাচনে চেয়ারম্যান পদে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৮৫৯ জন, সংরক্ষিত আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুই হাজার ১৫৪ জন, সাধারণ আসনের মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছয় হাজার ৯৬০ জন। এরমধ্যে চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৮ জন।

ইসি জানায়, প্রথম ধাপের ইউপি নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা এক হাজার ৮৩৬টি। আর মোট ভোট কক্ষের সংখ্যা ১০ হাজার ২৬০টি। এই নির্বাচনে উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং হিসেবে কাজ করবেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিনাপ্রতিদ্বন্দ্বিতা,চেয়ারম্যান,ইউপি নির্বাচন,ইসি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close