পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

  ২০ জুন, ২০২১

পেকুয়ায় সানলাইন গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কক্সবাজারের পেকুয়া এ বি সি মহাসড়কের কাদিমাকাটা এলাকায় দুটি সানলাইন চেয়ারকোচ গাড়ির মুখোমুখি সংঘর্ষে ছাবের আহমদ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত দশজন।

রবিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ছাবের আহমদ কুতুবদিয়া উপজেলার উত্তর বড়ঘোপ লাল ফকির পাড়া আব্দু সোবহানের ছেলে।

আহতরা হলেন,পেকুয়া সদর ইউপির সিকদার পাড়া গ্রামের মো.আমিন শরীফের ছেলে মো. বাবু (২৮), উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছালামত উল্লাহ খান (৬০)। অপর আহতদের পরিচায় পাওয়া যায়নি। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মগনামা লঞ্চঘাট ষ্টেশন থেকে একটি সানলাইন গাড়ি যাত্রী নিয়ে চট্টগ্রামে যাচ্ছিল। আনোয়ারা-বাঁশখালী-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের বারবাকিয়া কাদিমাকাটা রাস্তার মাথা পয়েন্টে বিপরীত দিক থেকে আসা আরেকটি সানলাইন গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুইটি গাড়ির যাত্রীরা হতাহত হন। ঘটনাস্থলে মারা যান ছাবের আহমদ। নিহত ছাবের আহমদ চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন। পেকুয়া থানা পুলিশ মরদেহ উদ্ধারসহ গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে আসে।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার জানান, লাশ উদ্ধার করা হয়েছে। লাশের স্বজনদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পেকুয়া,কক্সবাজার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close