লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১৬ জুন, ২০২১

প্রধানমন্ত্রীর উপহার : ঘর পাচ্ছেন লোহাগাড়ার ১৭০ পরিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘর পাচ্ছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার গৃহহীন পরিবারের লোকজন। প্রতিটি সেমি পাকা বাড়িতে রয়েছে বারান্দাসহ দুটি কক্ষ, একটি রান্নাঘর ও একটি বাথরুম।

আগামী ২০ জুন প্রধানমন্ত্রী উদ্বোধনের পর ঘরগুলো গৃহহীন পরিবারকে বুঝিয়ে দেয়া হবে। আশ্রয়ণ প্রকল্প ২-এর আওতায় এসব ঘর নির্মাণ করা হয়েছে।

সরেজমিন জানা যায়, লোহাগাড়া উপজেলা প্রশাসনের মাধ্যমে ৯টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় তৈরি করা হয়েছে ১৭০ পরিবারের বাড়িগুলো। ইতোমধ্যে বাড়ির কাজ শেষ পর্যায়ে। প্রধানমন্ত্রীর দেয়া ঘরে উঠতে অপেক্ষার প্রহর গুনছেন গৃহহীনরা। তারা পাচ্ছেন এসব স্বপ্নের ঠিকানা।

এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবীব জিতু জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ১৭০টি গৃহহীন পরিবার ঘর পাচ্ছেন। ঘরগুলোর কাজের মান যাতে ঠিক থাকে সেজন্য সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। প্রধানমন্ত্রী ২০ জুন উদ্বোধনের পরেই উপকারভোগীদেরকে চাবি ও দলিল হস্তান্তর করা হবে।

যারা প্রকৃত ভূমিহীন তারাই এ সুবিধার আওতায় এসেছেন বলেও তিনি জানান।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পরিবার,লোহাগাড়া,প্রধানমন্ত্রীর উপহার,আশ্রয়ণ প্রকল্প
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close